শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে এরশাদের আপিলের রায় ২৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের করা আপিলের ওপর হাই কোর্টে শুনানি শেষ হয়েছে। গতকাল বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাই কোর্ট বেঞ্চ শেষে ২৩ মার্চ রায়ের দিন ধার্য করে। আদালতে এরশাদের পক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলাম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। গত বছরের ৩০ নভেম্বর শুনানি শুরু হয়। 

এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে পাওয়া বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো সেনানিবাস থানায় মামলা করে। এরশাদের বিরুদ্ধে ওই মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

সর্বশেষ খবর