শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

৭৪-এ সমরেশ মজুমদার

নিজস্ব প্রতিবেদক

৭৪-এ সমরেশ মজুমদার

৭৪-এ পা দিলেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। ১৯৪৪ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার কালজয়ী উপন্যাসের মধ্যে রয়েছে— উত্তরাধিকার, কালবেলা এবং কালপুরুষ। এ ছাড়া তিনি বেশকিছু সফল টিভি সিরিয়ালেরও কাহিনীকার। সমরেশের সৃষ্ট চরিত্র অর্জুন ও মাধবীলতা ভারত-বাংলাদেশ দুদেশেই সমান জনপ্রিয়। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন তিনি। ১৯৬৭ সালে দেশ পত্রিকায় প্রথম তার লেখা প্রকাশিত হয়। জনপ্রিয় এ লেখক অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর