শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জাপানে প্রতারণার শিকার ২ বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

২০১১ সালের ১১ মার্চের ভূমিকম্প আর সুনামির পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এ সময় শরণার্থী হিসেবে আশ্রয়ের জন্য জাপান গিয়েছিলেন দুই বাংলাদেশি। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে তাদের বলা হয়, যদি ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বর্জ্য অপসারণে কাজ করে, তাহলে তারা আশ্রয় পাবেন। কিন্তু দেশটিতে এ ধরনের কাজের সঙ্গে আশ্রয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়। জাপানের সংবাদ মাধ্যমে তাদের প্রতারণার এই বিষয়টি আলোচিত হচ্ছে বলে খবর জানায় রয়টার্স।

সর্বশেষ খবর