শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাসায়নিক অস্ত্রনিরোধী বিশ্বসংস্থার নেতৃত্বে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নোবেলজয়ী রাসায়নিক অস্ত্রনিরোধী আন্তর্জাতিক সংস্থা ‘অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস’-এর (ওপিসিডব্লিউ) নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কূটনীতির ক্ষেত্রে এটি একটি বড় অর্জন’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিডব্লিউসিতে স্থায়ী প্রতিনিধি শেখ মোহাম্মদ বেলাল ৪১ সদস্যের এই নির্বাহী পরিষদে ‘সর্বসম্মতভাবে’ নির্বাচিত হন।

সর্বশেষ খবর