Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১২ মার্চ, ২০১৭ ২৩:৩৯
পাবলিক-প্রাইভেট নয় সবার আগে মেধাবীরা
———————— শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন ‘দেশ স্বাধীন হওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল ৬টি, এখন তার সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে। ২০০৯ সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল ৫৬টি, এখন তার সংখ্যা ৯৫। আমাদের কাছে পাবলিক-প্রাইভেটের মধ্যে কোনো পার্থক্য নেই। সবার আগে মেধাবীরা।’ গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইস্টার্ন ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং সমাবর্তন বক্তা ছিলেন

কানাডীয় হাইকমিশনার বেনওয়া পিয়েরে লাঘামে। বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।

এই পাতার আরো খবর
up-arrow