মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

ইসলামী আন্দোলনের স্মারকলিপি কর্মসূচি পণ্ড, আটক ১৫

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে জ্বালানি মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ-পূর্ব জমায়েত ও বিক্ষোভ-মিছিল করতে দেয়নি পুলিশ। রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের পূর্ব-নির্ধারিত এ কর্মসূচি পালনে রবিবার রাতে নিষেধ করে দেয় পুলিশ। পুলিশি নিষেধ উপেক্ষা করে কর্মসূচিতে আসায় সংগঠনের ঢাকা মহানগর সহ-দফতর সম্পাদক মাওলানা ফখরুল ইসলামসহ ১৫ নেতা-কর্মীকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়।

প্রতিবাদে পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ করে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, জনগণের পক্ষে কথা বলাই কি আমাদের অপরাধ? গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করার কারণে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর