মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অশিক্ষিত কর্মচারী যখন কেমিস্ট!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের মান্দারিটোলা এলাকার ‘অরোভিট’ সফট ড্রিংক পাউডার তৈরির কারখানা। এখানে  কেমিস্টের দায়িত্ব পালন করছে একজন অশিক্ষিত কর্মচারী। গতকাল দুপুরে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন এ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক মো. আরিফ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে মালিককে ড্রিংকস কে এবং কী দিয়ে বানাচ্ছে জিজ্ঞাসা করা হলে মালিক উত্তরে বলেন, বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে আমার কর্মচারী কুদ্দুস বানাচ্ছে। কুদ্দুস কেমিস্ট কিনা জানতে চাইলে মালিক বলেন, ‘তার পড়াশোনা  নাই, অনুমান করে বানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর