মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরায় মোটর ও বাইক শো ২৩ মার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক

তিন দিনব্যাপী ঢাকা মোটর শো, বাইক শো, অটোপার্টস শো ও কমার্শিয়াল অটোমোটিভ শো আগামী ২৩ মার্চ শুরু হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ২৫ মার্চ পর্যন্ত এসব প্রদর্শনী চলবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেমস গ্লোবাল এর আয়োজনে রয়েছে।

জাপান, কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভিয়েতনাম, সৌদি আরব, ভারত ও বাংলাদেশের অটোমোটিভ, কার, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের খ্যাতনামা প্রায় ১৮০টি প্রতিষ্ঠান ৩৬০টি স্টলের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। ব্র্যান্ড নিউ গাড়ি, মোটরবাইক, বাস, ট্রাক, বাণিজ্যিক পরিবহন, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ অটো যন্ত্রাংশের বিশাল সমাহার থাকবে প্রদর্শনীতে। প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের গ্রুপ প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলাম, সেমস বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর কামরুল ইসলাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর