মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

স্থিতিশীল বিশ্ব গড়তে কাজ করছে সিপিএ

------------------------------ স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশে দেশে পারস্পরিক সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)। লন্ডনের ওয়েস্টমিনস্টারে আয়োজিত কমনওয়েলথ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ‘এ পিস বিল্ডিং কমনওয়েলথ’ প্রতিপাদ্যকে ধারণ করে সিপিএর সদস্য রাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে এবারের দিবসটি উদযাপন করা হচ্ছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে বিশ্ব শান্তি আরও সুদৃঢ় ও সুসংহত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর