বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযানে ৭২ মামলা, দুই চালকের জেল

নিজস্ব প্রতিবেদক

২০ বছরের পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে ৭২টি মামলা ও এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে দুজন চালকের কারাদণ্ড ও চারটি গাড়ি ডাম্পিং করা হয়েছে। গতকাল রাজধানীর যাত্রাবাড়ী, পোস্তগোলা ও বাবুবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নেতৃত্বে বিআরটিএ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে এই  অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠানগুলো তিনটি টিমে বিভক্ত হয়ে অভিযানটি পরিচালনা করে।

সর্বশেষ খবর