বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ঢাবি উপাচার্যকে চ্যালেঞ্জ অধ্যাপক হারুনের

নিজস্ব প্রতিবেদক

‘খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এমন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে এর সমর্থনে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ চ্যালেঞ্জ জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালকের পাঠানো এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাবি উপাচার্যের বক্তব্য অসত্য, মনগড়া ও বিদ্বেষপ্রসূত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশসহ এর যাবতীয় কর্মকাণ্ড অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন হচ্ছে। উত্তরপত্র মূল্যায়ন না করে ফল প্রকাশের প্রশ্নই ওঠে না।

সর্বশেষ খবর