শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পুনঃভর্তি পরীক্ষার ফল প্রকাশ তালিকায় নেই সেই মেধাবীরা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রশ্নপত্র ফাঁসের কারণে বাতিল হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘এফ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফল গতকাল সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এতে ভর্তি বাতিল হওয়া প্রথম ১০ শিক্ষার্থীর মধ্যে এবার কেউই মেধা তালিকায় নেই। এবার ২ হাজার ৯৪৪ ভর্তিচ্ছুর মধ্যে এক হাজার ১১৬ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৬৭৮ জন। এর মধ্যে প্রথম ১০০ জনকে মেধা তালিকায় এবং পরের ১০০ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। এদিকে আগের পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া প্রথম ১০ জনের কেউ এবার মেধা তালিকায় স্থান পায়নি। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিন্ডিকেট আগের পরীক্ষা বাতিল করে।

সর্বশেষ খবর