শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ওষুধ প্রশাসনের দুই কর্মকর্তাকে অপসারণ কেন নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

 ভেজাল প্যারাসিটামলে শিশু মৃত্যুর ঘটনায় আদালতের রায়ে ওষুধ প্রশাসনের দুই কর্মকর্তার অদক্ষতা ও অযোগ্যতার বিষয়টি উঠে আসার পর তাদের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালককে এ বিষয়ে জানাতে বলা হয়। দুই কর্মকর্তা হলেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও উপপরিচালক আলতাফ হোসেন। গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ৬ এপ্রিল এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে।

সর্বশেষ খবর