শনিবার, ১৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে মাছের অগ্নিমূল্য স্থির সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাছের অগ্নিমূল্য স্থির সবজির দাম

বাজার দর

চট্টগ্রামের বাজারে মাছের অগ্নিমূল্য। সামুদ্রিক ও বরফ দুই প্রকারের মাছের দাম বেশি। প্রতিকেজি ১৩০ টাকার তেলাপিয়া এখন ১৬০ টাকা। গতকাল নগরীর বহদ্দার হাট, কাজীর দেউড়ি, কর্ণফুলী, বক্সিরহাট ও রেয়াজুদ্দিন বাজার ঘুরে এ তথ্য জানা যায়। তবে বাজারে সবজির দাম অনেকটা স্থির রয়েছে।

জানা যায়, প্রতিকেজি দেশি রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকা, কিন্তু এক সপ্তাহ আগেও ছিল ২০০-২৫০ টাকা। এছাড়া প্রতিকেজি তেলাপিয়া ১৫০-১৬০, পোঁয়া ৩৫০, লইট্টা ২০০, বাইলা ৩৫০, নারিকেল ১৭০, বাটা ১৫০, শোল মাছ ৪৫০-৫৫০, কই ৪০০-৮০০, টাকি ৩০০, বড় কোরাল ৮০০, বোয়াল ৫০০ , বড় রূপচাঁদা (কালো) ৮৫০ , সাদা রূপচান্দা ৮০০, বড় সুরমা ৪০০, কার্প ৩২০, আইড় ৩৮০ ও বড় আকারের ইলিশ মাছ  ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। অন্যদিকে, প্রতিকেজি আলু ১৪-১৬, মিষ্টি কুমড়া ২০, চালকুমড়া ১৫, বাঁধা কপি ১৫, ফুলকপি ৫০, পটল ৬০, বরবটি ৫০, পেঁপে ২০, শসা ৪০, কচুর লতি ৫০, মানকচু ৫০, ওলকচু ৮০, মুলা ৪০, লাউ ৪০ , কাঁচামরিচ ৩০, গাজর ২০, মিষ্টি আলু ২০, ক্যাপসিকাম ১২০, বিট ১০০, চীনা লাল কপি ৩০, মটর ৬০ ও পুদিনা পাতা ১৫০ টাকায় বিক্রি হয়। তাছাড়া প্রতিকেজি পেঁয়াজ ১৮-২০ , দেশি আদা ৫০, চীনা ৮০, দেশি রসুন ৭০ ও চীনা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস হাড়ছাড়া ৫৫০, হাড়সহ ৪২০-৪৫০, কলিজা ৫৫০, জিহ্বা ৪০০, খাসি ৮০০, ছাগলের মাংস ৭০০, দেশি মুরগি ৩৫০ ও বয়লার ১৪০-১৪৫ টাকায় বিক্রি হয়েছে।

সর্বশেষ খবর