শিরোনাম
শনিবার, ১৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সমন্বয়হীনতায় কমছে মান

খুলনার প্রাথমিক শিক্ষার হালচাল শেষ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সমন্বয়হীনতায় কমছে মান

খুলনা মহানগরীর গাইকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা চার শতাধিক। এই বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র চারজন। একজন শিক্ষক ছুটিতে থাকলে শিক্ষার্থীদের সামলাতে হিমশিম খেতে হয় অন্যদের। কোনোক্রমেই মনোযোগ দেওয়া সম্ভব হয় না শ্রেণি কার্যক্রমে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম সুলতানা জানায়, ‘স্যার-ম্যাডাম না থাকায় সারা দিনই ছেলেমেয়েরা হৈচৈ, খেলাধুলা করে বেড়ায়। ম্যাডামরা ওপরের তলায় ক্লাস নিলে নিচে সবাই হৈচৈ করে। আর নিচে ক্লাস নিলে ওপরের তলায় শুরু হয় মারামারি- হৈচৈ।’

জানা গেছে, খুলনায় মানসম্মত শিক্ষার অভাব ও শিখন-শেখানো প্রক্রিয়াই এখন প্রাথমিকের বড় চ্যালেঞ্জ। তার ওপর শিক্ষক-শিক্ষার্থীর বড় ধরনের সমন্বয়হীনতায় কমছে শিক্ষার মান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, খুলনা মহানগরীর বেশ কয়েকটি বিদ্যালয়ের পাশাপাশি কয়রা উপজেলায় ৯টি, ডুমুরিয়ায় ৩১টি, দাকোপে ৫টি, পাইকগাছায় ১০টি ও বটিয়াঘাটায় ১১টি স্কুলে শিক্ষার্থী  সংখ্যা বর্তমানে চল্লিশের নিচে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর