Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৮ মার্চ, ২০১৭ ২৩:১০
২৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে জব্দ করা ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও দুটি বেহেন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর রসুলপুরে কোস্টগার্ড স্টেশনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

বরিশাল কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মো. জামাল  উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে বরিশাল সদর  উপজেলার বুখাইনগর ও চর সেফালী এলাকার কালাবদর নদীতে অভিযান চালায় কোস্টগার্ড।

এ সময় নদীতে জেলেদের   পেতে রাখা প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ২৫ হাজার মিটার কারেন্ট ও দুটি বেহেন্দি জাল জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের      পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়।

এই পাতার আরো খবর
up-arrow