রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ঢাবিতে সিট দখল নিয়ে শিক্ষক সমিতির উদ্বেগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে সম্প্রতি সিট দখলের ঘটনাকে কেন্দ্র করে যে অস্থিরতা দেখা দিয়েছে তাতে শিক্ষাবান্ধব পরিবেশ বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ডুটা)। গতকাল ডুটা সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষার্থে সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, গত সোমবার রাতে ঢাবির বিজয় একাত্তর হলের বিভিন্ন কক্ষে ছাত্রলীগ অবৈধভাবে নিজেদের কর্মী তোলার চেষ্টা করে। এতে প্রশাসন বাধা দিলে হলের অভ্যন্তরে রাতভর তাণ্ডব চালায় তারা। হল প্রাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর, আবাসিক শিক্ষকদের লাঞ্ছিত এবং একজন সাংবাদিককে মারধর করে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে রোকেয়া হলেও অবৈধভাবে ছাত্রী তোলার চেষ্টা করে ছাত্রলীগ। এ ঘটনায় পরের দিন সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতিতে বলা হয়— সাম্প্রতিককালে বিভিন্ন হলে সিট বণ্টনকে কেন্দ্র করে পরস্পরের প্রতি দোষারোপ, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এবং একদল উচ্ছৃঙ্খল ছাত্র কর্তৃক শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের নাজেহাল করা হয়েছে। এতে যেমন শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ খবর