Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

প্রকাশ : রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৯ মার্চ, ২০১৭ ০১:৩৭
আবৃত্তি সন্ধ্যা ‘মুক্তিযুদ্ধ নিরন্তর’
সাংস্কৃতিক প্রতিবেদক
আবৃত্তি সন্ধ্যা ‘মুক্তিযুদ্ধ নিরন্তর’

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হলো বাচিকশিল্পী হাসান আরিফের একক আবৃত্তিসন্ধ্যা ‘মুক্তিযুদ্ধ নিরন্তর’। কাহিনীচিত্র উৎসব : ‘এক ঘণ্টার কাহিনীচিত্র বেঁচে থাকুক যুগ যুগ ধরে’ স্লোগানে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হয়েছে ছয় দিনের চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব। চারুনীড়ম ইনস্টিটিউটের আয়োজনে গতকাল বিকালে এ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।

up-arrow