বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নাটকীয়তার পর মুসা বিন শমসেরের গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

আলোচিত ধনকুবের ও বিতর্কিত ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরের ব্যবহার করা শুল্ক ফাঁকির বিলাসবহুল কালো রেঞ্জ রোভার গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অস্ত্র ব্যবসায়ী মুসার গুলশানের বাড়িতে গতকাল অভিযান চালায় শুল্ক গোয়েন্দা। অভিযানে দিনভর নাটকীয়তা শেষে গাড়িটি বিকালে ধানমন্ডি থেকে আটক করা হয় বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বলেন, গাড়িটি ভুয়া আমদানি দলিলাদি দিয়ে (ভোলা ঘ ১১-০০-৩৫ হিসেবে) রেজিস্ট্রেশন করা হয়। কাগজপত্র যাচাই করে দেখা যায়, চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রি- ১০৪৫৯১১, তারিখ ১৩/১২/২০১১ এ ১৩০ শতাংশ প্রদান করে ভোলা থেকে রেজিস্ট্রেশন করা হয়। এ ছাড়া রেজিস্ট্রেশনে   গাড়িটির রং সাদা উল্লেখ থাকলেও উদ্ধার হওয়া গাড়িটি কালো রঙের।

সর্বশেষ খবর