বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চসিকের বর্ধিত ট্যাক্স আদায়ে স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি  মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইন বহির্ভূতভাবে বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম সিটি মেয়র ও প্রধান রাজস্ব কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। তিনি সাংবাদিকদের বলেন, সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের আয়কর বাড়ানোর ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের।

সর্বশেষ খবর