বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

সাবেক পাকসেনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় হত্যাযজ্ঞে লিপ্ত হওয়া পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধ মামলার ৫১তম এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকার জিন্নত আলীর ছেলে শহীদুল্লাহ গ্রেফতারের পর কারাগারে আটক আছেন। পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক কোনো সদস্যের বিরুদ্ধে তদন্ত সংস্থার এটাই প্রথম প্রতিবেদন।

সর্বশেষ খবর