বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল : চুমকি

প্রতিদিন ডেস্ক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে নারী সমাজের অগ্রসরতায় বিস্ময়কর সফলতা অর্জন করেছে বাংলাদেশ। যে কারণে আমাদের দেশ আজ ‘নারীর ক্ষমতায়নে’ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘কমিশন অন দ্য স্টাটাস অব উইমেনের’ (সিএসডব্লিউ) ৬১তম সেশনে একথা বলেন তিনি। ওই সেশনের এবারের প্রতিপাদ্য, ‘পরিবর্তনশীল বিশ্ব কর্মপরিবেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত সময়োপযোগী।’ খবর এনআরবি নিউজের। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের যাত্রা শুরু হয় স্বাধীনতার পর থেকে। নারীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়ন করেছি। এ সময় প্রতিমন্ত্রী লিঙ্গ সমতা এবং নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে তার সরকারের বাস্তবায়িত নানা কর্মসূচির কথা তুলে ধরেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম (এনডিসি), জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনসহ স্থানীয় ব্যান্ডদল, স্থানীয় বাঙালি কমিউনিটি, বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেটর কর্মকর্তা-কর্মচারীদের পরিবার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর