বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জনসংখ্যা ও পুষ্টিতে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সব রেকর্ড ভেঙে গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে সর্বোচ্চ খরচের একটি প্রকল্প। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি’ (এইচপিএনএসপি) শিরোনামের অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। যার মধ্যে সরকারি কোষাগার থেকে আসবে ৪ হাজার কোটি টাকা। বাকি অর্থ আসবে বিশ্বব্যাংক, জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা, যুক্তরাষ্ট্রের ইউএসআইডি, ইউনিসেফ, ইউএনএফপিসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা থেকে। কর্মসূচিটি এখন শুরু হয়ে ২০২২ সাল পর্যন্ত চলবে সারা দেশে। কর্মসূচি অনুমোদনের পর একে এক নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘প্রকল্পটি আমার একান্ত নিজের আগ্রহের। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর প্রথম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি শিরোনামের কর্মসূচি হাতে নেওয়া হয়। ওই কর্মসূচির আওতায় কমিউনিটি ক্লিনিকের ধারণাসহ বিভিন্ন টিকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। আমরা আবার ক্ষমতায় এসে কর্মসূচিটি চালু করি।’

সর্বশেষ খবর