বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
নীতিনির্ধারণী বৈঠক আজ

বেদখল কর্ণফুলীর তীরে হবে ১১ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর উত্তর তীরে বেদখল হওয়া ৮৫ দশমিক ৫০ একর ভূমিতে সরকারি ৯টি ও বেসরকারি ২টি প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। এ ভূমি ১১টি প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বিষয়গুলো নিয়ে আজ বেলা ১১টায় ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে নীতিনির্ধারণী বৈঠক হবে। বৈঠকে চট্টগ্রামের মেয়র, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপস্থিত থাকবেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ১১টি প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর