বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

১৬ ঘণ্টা পর মুক্ত পবিপ্রবির ভিসি

পটুয়াখালী প্রতিনিধি

প্রবেশন প্রথা বাতিলের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৭ম সেমিস্টারের শিক্ষার্থীদের আন্দোলনে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকা শিক্ষক-কর্মকর্তাসহ উপাচার্য ড. হারুন-অর রশিদ মুক্ত হয়েছেন।

গতকাল রাত সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমঝোতা হওয়ার পর সাময়িক সময়ের জন্য আন্দোলন বন্ধ ঘোষণা করা হয়। রেজিষ্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আগামী ৩০ মার্চ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার করা হবে। এমন প্রস্তাব উত্থাপিত হওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন থেকে ফিরে আসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর