বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রামপাল নিয়ে সমালোচনা সরকার তুচ্ছ তাচ্ছিল্য করছে : আবুল মকসুদ

নিজস্ব প্রতিবেদক

রামপাল নিয়ে সমালোচনা সরকার তুচ্ছ তাচ্ছিল্য করছে : আবুল মকসুদ

বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, রামপাল ইস্যু নিয়ে কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। কিন্তু তা সরকার আমলেই নিচ্ছে না। বলা হচ্ছে, এটি গণতান্ত্রিক দেশ। কিন্তু এই গণতান্ত্রিক দেশে সাধারণের কোনো কথা সরকার আমলে না নিয়ে বরং সমালোচকদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে। এতে সরকারের অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ, ড. আবদুল আজিজ, অধ্যাপক বদরুল ইমাম, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব ড. মো. আবদুল মতিন  প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর