বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সঞ্চয়পত্রের লেনদেন ইএফটির মাধ্যমে করার সুযোগ

গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে মুনাফা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক থেকে কেনা সঞ্চয়পত্রের অর্থ লেনদেন এখন থেকে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থাপনার মাধ্যমে করা যাবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ইএফটির মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি সঞ্চয়পত্রের মুনাফা ও আসল জমা হবে। সঞ্চয়পত্র ক্রয় বা বিক্রির জন্য নগদ অর্থ লেনদেনের প্রয়োজন হবে না। গ্রাহক এটিএম বুথের মাধ্যমে অর্থ উঠাতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ইএফটির মাধ্যমে এতদিন শুধু আন্তঃব্যাংকিং লেনদেন হতো। বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় অটোমেশন সার্ভারের মাধ্যমে সারা দেশে ইএফটির মাধ্যমে লেনদেন প্রক্রিয়া সচল রয়েছে। এর আওতায় এখন সঞ্চয়পত্র অন্তর্ভুক্ত হয়েছে। ফলে নতুন লেনদেন প্রক্রিয়ায় গ্রাহকদের সঞ্চয়পত্রের মুনাফার জন্য ব্যাংকে যেতে হবে না। এ জন্য সঞ্চয়পত্র কেনার সময় সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর উল্লেখ করে একটি আলাদা ফরম পূরণ করে জমা দিতে হবে। মেয়াদান্তে সঞ্চয়পত্রের মূল অর্থ ওই অ্যাকাউন্টে জমা হবে। সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত নিয়মে গ্রাহককে স্বশরীরে ব্যাংকে এসে সঞ্চয়পত্রের মুনাফা ও আসল টাকা উত্তোলনে মূল্যবান সময় ও শ্রম অপচয় হয়। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনাও থাকে। ইএফটি প্রক্রিয়ায় গ্রাহককে সঞ্চয়পত্র কেনার জন্য একবার ব্যাংকে আসতে হলেও মেয়াদপূর্তি পর্যন্ত প্রাপ্য অর্থ গ্রহণে আসার আর প্রয়োজন হবে না। সব প্রাপ্য অর্থ গ্রাহকের ব্যাংক হিসাবে নির্দিষ্ট নিয়মে জমা হবে। পার্শ্ববর্তী এটিএম বুথ থেকে উত্তোলন করা যাবে অর্থ। সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রেও গ্রাহক পাবেন ক্ষুদ্র মোবাইল বার্তা ও ই-মেইল। মেয়াদপূর্তিতে মাসিক, ত্রৈমাসিক ও অন্যান্য মেয়াদি সঞ্চয়পত্রের মুনাফা ও মূল অর্থ ব্যাংক হিসাবে জমা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর