বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জবিতে শিক্ষকদের দ্বন্দ্বে মার্কেটিং বিভাগে তালা

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগে সান্ধ্যকালীন কোর্সের টাকা ভাগাভাগি নিয়ে শিক্ষকদের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ওই বিভাগে তালা ঝুলিয়েছেন শিক্ষকরা। এতে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। জানা গেছে, বিভাগের সান্ধ্যকালীন কোর্স (ইভিনিং-এমবিএ) এবং হেকেপ প্রকল্পের টাকা ভাগাভাগি নিয়ে বিভাগটির প্রাক্তন চেয়ারম্যান জাকির হোসেন এবং বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিন আরিফের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলছিল। একপর্যায়ে এতে বিভাগের বেশিরভাগ শিক্ষক জড়িয়ে পড়েন। ফলে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা। এ নিয়ে শিক্ষকদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটিও হয়েছে। এর জের ধরে বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন তালুকদার গত মঙ্গলবার বিকালে বিভাগের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। ফলে গতকাল এ বিভাগে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, বিভাগে একটি সমস্যা হয়েছিল। আমি ক্যাম্পাসে না যাওয়ায় এ ব্যাপারটি জটিল আকার ধারণ করে। তবে এখন সব সমস্যার সমাধান হয়েছে।    সান্ধ্যকালীন কোর্সে ক্লাস শুরু হয়েছে। আজ থেকে নিয়মিত ক্লাস পরীক্ষা চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর