বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
মন্ত্রণালয়ের প্রতিবেদন

মোবাইল ফোন টাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের (তেজস্ক্রিয়তা) মাত্রাকে উচ্চ পর্যায়ের উল্লেখ করে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আদালতে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রেডিয়েশনের মাত্রা কমাতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপক্ষ থেকে আদালতে জানানো হয়েছে।

গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।

২৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর