শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রংপুরে আগুনে পুড়ল পিডিবির ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় আগুনে পুড়ে গেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ওয়ার্কশপ। গতকাল ভোর সাড়ে ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশকিছু ট্রান্সফরমার পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শংকর কুমার দেবকে প্রধান করে ৫ সদস্যের কমিটি করে দেন প্রধান প্রকৌশলী। এ ছাড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী তার দফতরের সহকারী প্রকৌশলী আতাহার আলীকে প্রধান  করে তিন সদস্যের তদন্ত কমিটি করেন। দুটি কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।  

পিডিবি বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর অফিস চত্বরে ওয়ার্কশপটি অবস্থিত। ওয়ার্কশপের এক মেকানিক নাম প্রকাশ না করা শর্তে বলেন, ওয়ার্কশপে শতাধিক ট্রান্সফরমার ছিল। ওয়ার্কশপের পাশেই বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের বাসা। তিনি বলেন, ফজরের আজানের আগে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি ওয়ার্কশপে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর ট্রান্সফরমার বিস্ফোরণের বিকট শব্দ হচ্ছে। ভয়ে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে। রংপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওয়ার্কশপে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

সর্বশেষ খবর