শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা
এফবিসিসিআই নির্বাচন

স্থগিতের বিরুদ্ধে আবেদনের শুনানি ২৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নির্বাচন দুই মাস স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি হবে ২৭ মার্চ। এ আপিল করেছেন সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। ২৭ মার্চ পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। তবে আপাতত নির্বাচনী কার্যক্রম চালাতে বাধা নেই। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও বদরুদ্দোজা বাদল। এফবিসিসিআইর পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও কামরুল হক সিদ্দিকী। এর আগে ২২ মার্চ এফবিসিসিআইর নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট।

সর্বশেষ খবর