শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাবিতে ছাত্রলীগ আতঙ্ক!

চাঁদাবাজি মারধর সিট বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবারও ইমেজ সংকটে পড়েছে ছাত্রলীগ। ঠিকাদারের কাছে চাঁদা দাবি, শিক্ষার্থীদের মারধর, হলে সিট বাণিজ্যের ঘটনায় আতঙ্কে পরিণত হয়েছে ছাত্রলীগ। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে এমন কার্যকলাপ বেড়েছে। এ নিয়ে বিব্রত আওয়ামী লীগ নেতারা। তবে এমন ঘটনাকে ‘তুচ্ছ’ বলে দাবি ছাত্রলীগ নেতাদের। গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে রাবি ছাত্রলীগের সভাপতি হন গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। দায়িত্ব নিয়েই তারা কর্মী সংগ্রহের নামে ক্যাম্পাসের হলগুলোতে শুরু করেন নানা বিতর্কিত কার্যকলাপ। সাধারণ শিক্ষার্থীদের জোর করে কক্ষ পরিবর্তন ও তথ্য সংগ্রহ করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় নানা অজুহাতে ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে মারধর ও লাঞ্ছনার শিকার হন শিক্ষার্থীরা। হলগুলোর নিয়ন্ত্রণ নিতে তারা নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করে আসছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের পাশাপাশি এখন আতঙ্কের মধ্যে পড়েছেন ঠিকাদাররাও। গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। দুই দফা হুমকি পেয়ে শ্রমিকরা আতঙ্কে কাজ করতে চাচ্ছেন না। ঠিকাদারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই কাজের জন্য চাঁদা চেয়ে না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে  ছাত্রলীগ নেতা-কর্মীরা। গত ২০ মার্চ শিক্ষার্থী পল্লব ও গ্রাফিক্স ডিজাইন চতুর্থ বর্ষের মুন্না নামের দুই শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর