শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

উন্মুক্ত করা হলো সেই বন্দীশালা ফাঁসির মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

উন্মুক্ত করা হলো পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো সেই বন্দীশালা, ফাঁসির মঞ্চ। যেখানে জড়িয়ে আছে ইতিহাসের অসংখ্য স্মৃতি। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কারাগারটি। এ সময় আবেগকাতর ও স্মৃতিকাতর হয়ে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। স্মৃতিচারণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বিনা টিকিটে বন্দীশালা দেখতে এ দিন কৌতূহলী মানুষের ঢল নামে। দর্শনার্থীদের পদচারণায় এলাকাটি মুখরিত হয়ে  ওঠে। কারাগারের ভিতরে যমুনা, মেঘনা, চারখাতা, রূপসা ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভবন একাত্তরের বিভিন্ন দলিলের আলোকচিত্রে ভরা ছিল। উত্সুক নতুন প্রজন্ম সেগুলো থেকেই ইতিহাস জানার চেষ্টা করে। সংশ্লিষ্টরা জানান, আগে এই স্থানটির নাম নিলে মানুষের মনে একটু ঝাঁকুনি দিয়ে যেত।

সর্বশেষ খবর