শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিবিরোধী খুতবা মসজিদে মসজিদে

নিজস্ব প্রতিবেদক

তরুণ-তরুণীদের একটি অংশ জঙ্গিগোষ্ঠীর প্ররোচনায় ঘর ছেড়ে ভ্রান্ত পথে পা বাড়াচ্ছে। নিরীহ নিরপরাধ মানুষকে খুন করছে। নিজেরা আত্মঘাতী হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করবে? পুলিশ কী করবে? তারা এসে তো ঘরে ঘরে পাহারা দিতে পারবে না। আপনার সন্তানের দিকে আপনার নিজেকেই নজর দিতে হবে। এ ছাড়া বাড়িওয়ালাদের খেয়াল রাখতে হবে ভাড়াটিয়াদের কর্মকাণ্ড সম্পর্কে। সন্দেহ হলে প্রশাসনকে জানাতে হবে। গতকাল জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর প্রতিটি মসজিদে খুতবায় নগরবাসীর প্রতি এ আহ্বান জানান ইমামরা। গুলশান ও শোলাকিয়াসহ সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদ বিষয়টি স্পষ্ট হওয়ার পর জঙ্গিবাদের বিস্তার রোধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য নানা কর্মসূচি নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ইতিমধ্যে দেশের প্রায় তিন লাখ মসজিদের ইমামের হাতে পৌঁছে দেওয়া হয় খুতবার বয়ানের নমুনা। গতকাল জুমার খুতবায় তারই প্রতিফলন দেখা গেছে। বয়ানে বলা হয়, প্রত্যেক মানুষের দায়িত্ব জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সচেতন হওয়া। প্রত্যেকের দায়িত্ব প্রশাসনকে সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে সহায়তা করা। শান্তির ধর্ম ইসলামের নামে অশান্তি সৃষ্টি করে ইসলামের পবিত্রতা নষ্ট করা হচ্ছে। নিরপরাধ মানুষকে হত্যা করা জঘন্য অপরাধ। একই সঙ্গে আত্মহত্যাও গর্হিত ও গুনাহর কাজ। জুমার নামাজ উপলক্ষে বায়তুল মোকাররমে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মসজিদের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। প্রবেশপথে মুসল্লিদের তল্লাশি করা হয়। উত্তর ও দক্ষিণ গেটে আর্চওয়ে বসানো ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর