শনিবার, ২৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জাদুঘরে সুর ছন্দে চির বসন্তের চিঠি

সাংস্কৃতিক প্রতিবেদক

জাদুঘরে সুর ছন্দে চির বসন্তের চিঠি

বসন্ত চির নবীন, চির জাগ্রত। ঋতুরাজ হৃদয়ে দোলা দেয়, প্রকৃতিকে সাজায় নতুনরূপে। কবি-সাহিত্যিকরাও তাদের সৃষ্টিকর্মে বসন্তকে তুলে ধরেছেন অনন্য শৈল্পিকতায়। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনেও গতকাল প্রতিধ্বনিত হয়েছে সেই জয়গান। ‘চির বসন্তের চিঠি’ শীর্ষক কবি কণ্ঠে সুর ও ছন্দে এই আয়োজন করা হয়। ল্যাব এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান শ্রোতা ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এতে সভাপতিত্ব করেন ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম।

সাংস্কৃতিক জোটের আয়োজন : ‘লাখো শহীদের আত্মদান, অফুরন্ত শক্তির আধার’ প্রতিপাদ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনের স্বাধীনতা উৎসব। গতকাল বিকালে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন ২৫ মার্চ কালরাত্রির গণহত্যার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের স্বত্বাধিকারী মধুসূদন দত্তের মেয়ে প্রতিভা রানী দে দাশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর