সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নতুন প্রত্যয়ে স্বাধীনতা দিবস উদযাপিত

ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি

প্রতিদিন ডেস্ক

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নতুন প্রত্যয়ে সারা দেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম : দিবসের প্রথম প্রহরে শহীদমিনারে বিশিষ্ট ব্যক্তি ও জনতার ঢল নামে। সকাল ৬টায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এরপর আসেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। এ ছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদ, সম্মিলিত আবৃত্তি জোট, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ১০ বরেণ্য ব্যক্তিকে স্বাধীনতা সম্মাননা স্মারক এবং জেলা প্রশাসন ১৩৭ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে। সম্মাননা প্রাপ্তরা হলেন— মুক্তিযুদ্ধে মোখতার আহমদ (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে ভূপতি ভূষণ চৌধুরী (মানিক চৌধুরী মরণোত্তর), সাংবাদিকতায় আতাউল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), চিকিৎসায় ডা. ফজলুল আমীন (মরণোত্তর), শিশু চিকিৎসায় ড. প্রণব কুমার চৌধুরী, নারী আন্দোলনে বেগম রুনু সিদ্দিকী (মরণোত্তর), সমাজসেবায় সাফিয়া গাজী রহমান, শিক্ষায় বেগম হাসিনা জাকারিয়া ও ক্রীড়ায় মোজাম্মেল হক।

এদিকে বিএনপি চট্টগ্রাম মহানগর শাখা স্বাধীনতা শোভাযাত্রা নিয়ে দলীয় কার্যালয় থেকে শহীদ মিনার পর্যন্ত শোডাউন করে। এতে পাঁচ সহস াধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ দিন পর বিএনপির এমন শোডাউন নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গাভাব ফিরিয়ে এনেছে বলে তারা মনে করছেন। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

বরিশাল : মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

সকালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, মহানগর সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে স্মৃতিফলকে মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার, দক্ষিণ জেলা সভাপতি এবায়েদুল হক চান ও উত্তর জেলা সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। রাজশাহী : স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার, জেলা ও নগর আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, জাতীয় পার্টি, রাজশাহী কলেজ প্রশাসন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ নানা সংগঠন। রংপুর : রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, নগরীর মডার্ন মোড়ে স্বাধীনতা স্তম্ভ ‘অর্জনে’ বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, ডিআইজি খন্দকার গোলাম ফারুকের নেতৃত্বে পুলিশ প্রশাসন ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেস ক্লাব, সিটি প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। সিলেট : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার। এ ছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

 প্রমুখ। এ ছাড়াও বিএনপি, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, ন্যাপ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রদল, যুবদল, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়।

ময়মনসিংহ : নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রথমেই শ্রদ্ধা জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

এরপর শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র ইকরামূল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

সর্বশেষ খবর