মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিভিন্ন দাবিতে অবস্থান ধর্মঘট কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিভিন্ন দাবিতে অবস্থান ধর্মঘট কর্মচারীদের

বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সকাল থেকে ৫৪২ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী পাঁচ মাসের বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের ৩২ মাসের অর্থ বরাদ্দ এবং অস্থায়ী ১ হাজার ৬২৬ জনের তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নগর ভবনের সামনে ধর্মঘট করছেন। তারা সেখানে অবস্থান নিয়ে থেমে থেমে বিক্ষোভ ও সমাবেশ করেন। এদিকে কর্মবিরতিতে নগর ভবনে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। আন্দোলনে নেতৃত্বদানকারী প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা জানান, স্থায়ী ৫৪২ কর্মকর্তা-কর্মচারীর পাঁচ মাসের বেতন ও প্রভিডেন্ট ফান্ডের ৩২ মাসের অর্থ বকেয়া রয়েছে। এ ছাড়া অস্থায়ী ১ হাজার ৬২৬ কর্মচারীর তিন মাসের বেতন বকেয়া। তারা দীর্ঘদিন ধরে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও প্রতিশ্রুতি রক্ষা করেনি। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করায় নগর ভবনে সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে চলমান আন্দোলনের মধ্যে দুপুর ২টায় অফিস থেকে বের হওয়ার পরই প্রধান নির্বাহী কর্মকর্তার গাড়ি ঘেরাও করেন শ্রমিক-কর্মচারীরা।

সর্বশেষ খবর