বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতির দায়ে দুই গ্রামীণ ব্যাংক কর্তার ১০ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গ্রহীতাদের নামে ঋণ উত্তোলন করে আত্মসাতের দায়ে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ দুই কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া উভয়কে ৫ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক গতকাল এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন গ্রামীণ ব্যাংক রায়পাশা-কড়াপুর শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হাসান ও কর্মকর্তা মো. শাহ আলম। রায় ঘোষণার সময় দণ্ডিত যশোরের ছাতিয়ানতলার দেলোয়ার হাসান ও বাগেরহাটের শরণখোলার চালিতাবুনিয়া গ্রামের শাহ আলম আদালতে অনুপস্থিত ছিলেন।আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দণ্ডিতরা পাঁচ সদস্যের নামে ১ লাখ ৭৭ হাজার টাকা ঋণ উত্তোলন করেন। ওই টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ২৪ নভেম্বর দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক নাজিমউদ্দিন তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক ১২ জনের সাক্ষ্য শেষে ওই রায় ঘোষণা করেন।

সর্বশেষ খবর