বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইইউর প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

ইইউর প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ : তোফায়েল

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অস্ত্র ব্যতীত সব পণ্যের (ইবিএ) আওতায় বাংলাদেশ ইইউর কাছ থেকে জিএসপি সুবিধা পেয়ে আসছে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগছে। বাংলাদেশ ইইউ-এর এই সুবিধা পেয়ে কৃতজ্ঞ। গতকাল দুপুরে সচিবালয়ে ঢাকা সফররত ইইউ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ও ইইউ প্রতিনিধি দলের প্রধান আর্নিলিয়েট সাংবাদিকদের ব্রিফ করেন।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় নিয়োজিত শ্রমিকদের কল্যাণে গৃহীত পদক্ষেপ এবং নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছে ইইউ প্রতিনিধি দল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর