বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতে ঘোষণা চান দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে জানিয়ে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, ‘উপর দিক থেকে ধরব যাতে নিচের দিকে একটা মেসেজ যায়। যত বড় অন্যায়কারীই হোন, যেই হোন, দুর্নীতিমুক্ত রাখতে সব সময় জিরো টলারেন্স।’ এ ছাড়া নিজের মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণার জন্য মন্ত্রীদের প্রতি আহ্বানও জানান তিনি।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত আলোচনা সভায় দুদক কমিশনার বলেন, ‘আমি মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা উপর থেকে ঘোষণা দিন যে, আপনাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না। তাহলে এর একটা প্রভাব পড়বে। মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হবে। উপরের নেতৃত্ব ঠিক থাকলে নিচের দিকেও দুর্নীতি-অনিয়ম বন্ধ হতে বাধ্য। ইমাম সাহেব ঠিক থাকলে মুসল্লিরা অবশ্যই সঠিক থাকবে।’ এ ছাড়া চট্টগ্রামের একাধিক সরকারি অফিসে ঝটিকা অভিযানের পরিকল্পনাও আছে বলে জানান তিনি।

আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরওয়ার জাহান, জেলা প্রশাসক মো. সামশুল আরেফিন ও দুদকের বিভাগীয় উপপরিচালক আবু সাঈদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর