বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কোরবানির আগে সরতে চান না ট্যানারি মালিকরা

হাজারীবাগে থাকার অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগেই আগামী ঈদুল আজহা পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন ট্যানারি মালিকরা।

গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। ৬ মার্চ হাজারীবাগে থাকা সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট। এসব কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতেও নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিনের করা আবেদন ১২ মার্চ খারিজ করে আপিল বিভাগ। ফলে হাই কোর্টের রায়ই বহাল থাকে। এরপর গত বৃহস্পতিবার ট্যানারি মালিকরা ট্যানারি সরাতে ঈদুল আজহা পর্যন্ত সময় চান। হাই কোর্টের আদেশের পরে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, সর্বশেষ ২০১০ সালের অক্টোবরে ট্যানারিগুলোকে স্থানান্তরে আদালত ছয় মাস সময় দিয়েছিল। সে অনুসারে ২০১১ সালে ৩০ এপ্রিলের পর হাজারীবাগে ট্যানারি চালানোর অনুমোদন নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর