বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

‘শব্দ দূষণে বাড়ছে হৃদরোগ’

নিজস্ব প্রতিবেদক

অতি শব্দ দূষণে বাড়ছে উচ্চ রক্তচাপ, বিরক্তি, মানসিক চাপ ও হৃদরোগের মতো অসংখ্য ব্যাধি। তাই শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা এবং বিদ্যমান বিধির বাস্তবায়ন জরুরি। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরের সভাকক্ষে গতকাল শব্দ দূষণ প্রতিরোধে কার্যকর পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার বিষয়ক মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা এ কথা বলেন। পরিবেশ অধিদফতর ও শব্দদূষণ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ‘সাউন্ডপ্ল্যান’ যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমীর সভাপতিত্বে সাউন্ডপ্ল্যানের আন্তর্জাতিক পরামর্শক মিশেল রোসমোলেন অতি শব্দ দূষণ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, অতি শব্দের কারণে উচ্চ রক্তচাপ, বিরক্তি, মানসিক চাপ এবং হৃদরোগ বাড়ছে। এ ছাড়া কর্মক্ষমতাও কমে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর