বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সময় নেওয়ায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল চার সপ্তাহ সময়ের আবেদন করেন। অ্যাটর্নি জেনারেল গেজেট প্রকাশের বিষয়ে রাষ্ট্রপতির প্রসঙ্গ উত্থাপন করলে আদালত বলে, ‘এটা তো প্রেসিডেনশিয়াল গভর্নমেন্ট না। রাষ্ট্রপতির কথা বলছেন কেন। ডিপার্টমেন্ট যেভাবে দেবে রাষ্ট্রপতি তো সেভাবেই পদক্ষেপ নেবেন। আর্মি অ্যাক্ট দেখুন, পুলিশ অ্যাক্ট দেখুন না, আইজিপি সব করছেন। সব তো রাষ্ট্রপতির নামে হয়। সংসদীয় ব্যবস্থায় বারবার কেন রাষ্ট্রপতিকে টেনে আনছেন? এটা তো পার্লামেন্টারি ডেমোক্রেসি। আপনারা বিচার বিভাগ নিয়ে এটা কী করছেন?’ পরে আদালত গেজেট প্রকাশের বিষয়ে এক সপ্তাহ সময় দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর