বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

উদ্যোক্তাদের আরও ভালো সেবা পাবে দেশ : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে সরকার। নতুন উদ্যোক্তাদের নতুন ভাবনায় আরও ভালো সেবা পাবে দেশের জনগণ। গ্রামীণফোন অ্যাকসেলেটর যে নতুন ছয়টি স্টার্টআপের উদ্যোগ নিয়েছে সেগুলো দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়। আর তরুণদের এই কাজগুলো ডিজিটালাইজেশনকে পরিপূর্ণ করবে।

গতকাল জিপি অ্যাকসেলেটর তৃতীয় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার বি. ফারবার্গ, হেড অব ট্রান্সফরমেশন কাজী মাহবুব, জিপি অ্যাকসেলেটরের প্রধান মিনহাজ আনোয়ার, এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান খান প্রমুখ।

সর্বশেষ খবর