শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাজু বাহিনীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের কাছে ২১টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ২৩৭ রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ‘ছোট রাজু বাহিনী’ প্রধান রাজু মোল্লা ওরফে ছোট রাজুসহ তার বাহিনীর ১৫জন সদস্য। গতকাল দুপুরে নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ সদর দফতরে এক অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন তারা। র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। ছোট রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লা বলেন, অভাবের তাড়নায় তিনি অন্ধকার পথে গিয়েছিলেন। সরকার এখন সুযোগ দিয়েছে। তাই তিনি পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে বাঁচার জন্য আত্মসমর্পণ করেছেন। তিনি তার এবং তার বাহিনীর সব সদস্যের প্রাণ ভিক্ষা চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। রাজু মোল্লা এখনো দস্যুতায় লিপ্ত অন্যান্য বাহিনীকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন বনদস্যু-জলদস্যু মুক্ত করা হবে। এখনো যারা দস্যুতায় লিপ্ত আছে, তাদের তিনি আত্মসমর্পণের আহ্বান জানান। ছোট রাজু ছাড়াও আত্মসমর্পণ করা অপর ১৪ সদস্য হলেন মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম গাজী, আলফাজ হোসেন, হারুন সরদার, বিল্লাল গাজী ওরফে ম্যাজিক বিল্লাল, মো. খতিব গাজী ওরফে খতিব, মিকাইল গাজী, কামরুল সরদার, ফরহাদ সরদার, সালাম গাজী, মিলন শেখ, ফরহাদ গাজী, সাব্বির শেখ ও মনিরুল গাজী মনি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর