শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

স্কুলে স্কুলে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের স্কুল ও মাদ্রাসায় গতকাল স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব, মূল্যবোধ ও চিন্তা-চেতনা গড়ে তুলতে কয়েক বছর ধরে শিক্ষা মন্ত্রণালয় এর আয়োজন করে আসছে। গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ভোট গ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলেন।

গতকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের ৮ বিভাগের ২২ হাজার ৯০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে ৮ জন প্রতিনিধির সমন্বয়ে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করা হয়। এ বছর ক্যাবিনেট নির্বাচনে ১ লাখ ৮৩ হাজার ২৭২টি পদের বিপরীতে ২ লাখ ৭১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর