শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এইচএসসি পরীক্ষা শুরু রবিবার

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী রবিবার শুরু হচ্ছে। এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

২ হাজার ৪৯৭টি কেন্দ্রে ৮ হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থী কমলেও গতবারের চেয়ে এবার ৩৩১টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪৫টি পরীক্ষাকেন্দ্র বেড়েছে। আগামী ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ থেকে ২৫ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। আটটি সাধারণ বোর্ডের অধীনে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০   জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম-এ ৯৬ হাজার ৯১৪ জন এবং ডিআইবিএসে ৪ হাজার ৬৬৯ জন পরীক্ষা দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর