শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ভারত সফরে পানি সমস্যার সমাধান

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তাসহ অভিন্ন ৪২টি নদীর পানি সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক ও পেশাজীবী নেতারা বলেছেন, দেশকে বাঁচাতে হলে অবশ্যই নদ-নদীসহ সব প্রাকৃতিক পানিসম্পদ রক্ষা করতে হবে। ‘বাংলাদেশের নদ-নদী ও নৌপরিবহনব্যবস্থা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তারা এ কথা বলেন। প্রবীণ রাজনীতিবিদ মনজুরুল আহসান খানের সভাপতিত্বে গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত গ্রন্থটির ওপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বুয়েটের অধ্যাপক ড. মীর তারেক আলী এবং নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বইয়ের লেখক পিটিবিনিউজ ডট কমের প্রধান সম্পাদক আশীষ কুমার দে। সঞ্চালনা করেন সাংবাদিক নিখিল ভদ্র। ইকবাল সোবহান চৌধুরী বলেন, সরকারের একার পক্ষে নদী রক্ষা সম্ভব নয়, এজন্য সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। মীর শওকাত আলী বাদশা বলেন, দেশকে বাঁচাতে হলে অবশ্যই নদ-নদীসহ সব প্রাকৃতিক পানিসম্পদ রক্ষা করতে হবে। অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘বন্যা ও ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ রক্ষার স্বার্থে নদীসহ আমাদের সব উন্মুক্ত জলসম্পদ রক্ষা করতে হবে।’ শ্যামল দত্ত বলেন, বাংলাদেশের নৌপরিবহনব্যবস্থা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। নদীগুলো যথাযথভাবে সংরক্ষণের জন্য নৌপথ সচল রাখার পাশাপাশি অভ্যন্তরীণ নৌপরিবহনব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর