শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
মাধবপুরে ব্রিজে ধস

ঢাকা-সিলেট রেল চলাচল বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি

মাধবপুরের ইটাখোলা রেলস্টেশনের অদূরে একটি ব্রিজের গোড়া থেকে মাটি সরে গিয়ে ব্রিজের পিলার ধসে গিয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ এই ব্রিজের গোড়া থেকে মাটি, বালি সরে গিয়ে ব্রিজের পিলার ধসে যায়। এতে এ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রিজে কাজ করতে গিয়ে রেলের কর্মী শাহাব উদ্দিন আহত হয়েছেন। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভোর ৫টার দিকে এ ঘটনাটি ধরা পড়ে। এর পর থেকে ঢাকা সিলেট রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন স্টেশনে এই লাইনে চলাচলকারী ট্রেন আটকা পড়ে আছে। বছরখানেক আগ থেকেই ইটাখোলার অদূরে ৫৬ নম্বরের এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নয়াপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রিজ ধসে যাওয়ায় ভোর ৬টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কখন চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রেলওয়ের প্রকৌশলীরা ব্রিজটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। রেলের প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, মাটি সরে যাওয়ায় ব্রিজটি দুর্বল হয়ে ধসে গেছে। ব্রিজটি মেরামত করতে কাজ চলছে। তবে যাত্রীদের সুবিধার্থে ব্রিজের দুই প্রান্তে ট্রেন রাখা হচ্ছে। যাত্রীরা হেঁটে ব্রিজ পার হয়ে অন্য প্রান্তে গিয়ে ট্রেনে উঠবেন। আজ সকালের মধ্যে ব্রিজটির মেরামত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর