শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হজের প্রাক-নিবন্ধন জটিলতা নিরসন করুন : হাব

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের হজের প্রাক-নিবন্ধনের জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত বিজনেস অটোমেশনের অধীনে আইটি ফার্ম চূড়ান্ত নিবন্ধন না করার  ঘোষণা দিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাব সভাপতি মো. ইব্রাহিম বাহার। তিনি বলেন, বিজনেস অটোমেশনের অধীনে আইটি ফার্মের তালিকা বাতিল করে নতুন করে নিয়োগ দিতে হবে। এ ছাড়াও চলতি বছরের হজ ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধর্মসচিব আবদুল জলিলের অপসারণ দাবি করেছে হাব। সংবাদ সম্মেলনে বাংলাদেশি হজযাত্রীদের কোটা আরও ৫০ হাজার বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়। হজ এজেন্সি মালিকদের এই সংগঠনের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহাসচিব শেখ মো. আবদুল্লাহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর